Friday, October 09, 2020

স্বাবলম্বী হোক আমার পরিবার

 

মা চলেই এলেন......

আমরাও টুকটাক শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছি। তবে হ্যাঁ এবার পুজো করোনা মহামারীর জন্য কিছুটা সাবধানতার আবার কিছুটা সচেতনতার। মহামারী হলেও পুজোর আমেজতো আর অস্বীকার করা যায় না। তাই অনেকেই কম বেশী পরিবার-পরিজনদের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন। কিন্তু একটা জিনিস জানেন কি? এই করোনা মহামারীর সময়কালে আমাদের আশেপাশের অনেকেই কিন্তু তাদের নূন্যতম উপার্জন হারিয়েছেন। অনেক পরিবারের ইচ্ছে থাকা সত্ত্বেও কিছুই করতে পারছেন না! তাই উপার্জনহীন হয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে!

আর এই উপার্জনহীন পরিবারগুলোর কথা ভেবেই সনাতন হিউম্যানিজম ইন বাংলাদেশ (SHB) এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোঁটাতে। তাই “স্বাবলম্বী হোক আমার পরিবার” নামে দুর্গোৎসবের সহায়তামূলক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য এবারের মা দুর্গার পুজোর সময় বাংলাদেশের নানা প্রান্তে এমন কিছু উপার্জনহীন সনাতনী পরিবারের মা-বোনদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে উপার্জনের পথ করে দেয়া। হয়তো আমরা শত-সহস্র পরিবারের পাশে দাঁড়াতে পারবো না অন্তত পক্ষে ২০টি পরিবারেরতো উপার্জন সৃষ্টির চেষ্টা করতেই পারি সবাই মিলে।

একবার ভেবে দেখুন তো আমরা যারা সামর্থ্যবান আছি তারাও যদি আজ এমন উপার্জন হারাতাম তাহলে কি এভাবে পরিবার নিয়ে আনন্দ আয়োজনের সম্ভব হতো? না আমি বলছি না যে আনন্দ আয়োজন বন্ধ করে দিতে। কেন বন্ধ করব? আয়োজন অবশ্যই থাকবে এবং সেই সাথে উদযাপনটাও। তবে নিজেদের আয়োজনের বাজেটের ক্ষুদ্র একটা অংশ যদি আমরা এই অসহায় মানুষদের উপার্জনের পথ করে দিতে ব্যবহার করি তাতে কি আমাদের আয়োজন কিংবা উদযাপনে খুব বেশী সমস্যা হয়ে যাবে? আমার মনে হয় না! কারণ আমাদের সকলের প্রচেষ্টায় যদি একটি পরিবার আবার তাদের জীবনধারণের সুযোগ পাই তবেইতো উৎসবের আমেজ আরো বেড়ে যাবে। আমাদের সকলের সমন্বিত প্রয়াসেই সম্ভব চারপাশের অসহায় মানুষদের এই কঠিন সময়টি পেরিয়ে আলোর পথে যাত্রা করার সুযোগ করে দিতে।

তাই আসুন আমরা সকল বর্ণ পরিচয়ের উর্দ্ধে উঠে ‘ঐক্যের রথে শান্তির পথে’ সনাতন হিউম্যানিজম ইন বাংলাদেশ (SHB)এর এই স্লোগানটিকে হৃদয়ে ধারণ করে সনাতনী সম্প্রদায়ের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। অতীতের মতো এবারেও আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান অনেকগুলো অসহায় পরিবারকে উপার্জনের সুযোগ করে দিবে যা দিয়ে হয়তো সেই পরিবারগুলো আবারো জীবন জয়ের স্বপ্ন দেখবে। মুক্তি পাবে অবহেলার ঘৃণ্য শৃংখল থেকে।

এই পুজো হোক আমার আপনার সকলের চেষ্টায় “স্বাবলম্বী হোক আমার পরিবার”।

সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ ও প্রণাম।

বিঃদ্রঃ অর্থ সহায়তা পাঠাতে উল্লেখিত বিকাশ পার্সোনাল নাম্বারগুলো ব্যবহার করুন ০১৯৩৭২০৮৫৫১ (ঢাকা); ০১৬৮২৭১৩৫১৭(চট্টগ্রাম); ০১৬৪৭০৯০১৫০(সিলেট)। সামর্থবান কেউ যদি সেলাই মেশিন সরাসরি প্রদান করতে চান তবে নিচের নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করুনঃ
ক্যাম্পেইন সমন্বয়ক ০১৬১১২৪৩৪২৬(বিধান),
প্রধান সমন্বয়ক
SHB- ০১৮১৪৩৯১৬০২(মিতুল)
সহ-সমন্বয়ক
SHB- ০১৮৫৯১৮৩৯৬৩(পিনাক)